শুক্রবার (০৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতা আন্দোলন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে আবুল মকসুদ বলেন, তার ভাষণে একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল রাষ্ট্র গঠনের অঙ্গীকার ছিল।
সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরে, তিনি যখন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন তখনই তার (বঙ্গবন্ধু) লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই এক বছরের মধ্যেই তার লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল। আমার এই বিশ্বাসের অনেকগুলো কারণ রয়েছে, ছাত্রলীগ প্রতিষ্ঠা, পরবর্তীতে মুসলিম আওয়ামী লীগ, যুক্তফ্রন্ট; তারপরে ১৯৬২ সালের আন্দোলন, সমস্ত সংগ্রামের লক্ষ্য এক জায়গায় ছিল। যা ১৯৬৬ সালে ছয় দফা দাবির মধ্যে দিয়ে চূড়ান্ত রূপ পেয়েছে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসবিদরা ঐতিহাসিক কারণে, নানা পরিস্থিতি ও নানা দিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, দেবেন। কিন্তু ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেটাই সত্য। এটাই চূড়ান্ত। এই ভাষণের মধ্যে সবই আছে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ সেক্টর ফোরামের সাধারণ সম্পাদক হারুণ হাবীব, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এমএমআই/এইচএডি/