ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ হয়নি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
জাপানি নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ হয়নি

ঢাকা: বাংলাদেশে আসার জন্য জাপানি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়নি। এছাড়া কোনো ধরনের নিষেধাজ্ঞাও জারি করা হয়নি। 

শুক্রবার (৬ মার্চ) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, জাপানে বসবাসরত সবাইকে জানানো যাচ্ছে যে, জাপান থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কিংবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ হয়নি।

এর আগে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার বরাদ দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে জাপানের নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে জাপানের বাংলাদেশ দূতাবাস বিষয়টি স্পষ্ট করলো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।