ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে সোনার বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
কলারোয়া সীমান্তে সোনার বারসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ মোহাম্মদ বুদু হোসেন (৩৫) না‌মে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৬ মার্চ) উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে তা‌কে আটক করা হয়।

আটক মোহাম্মদ বুদু হোসেন কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল ধার এলাকার আবুল হোসেনের ছে‌লে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা  বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় বুদুকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে স্বীকারোক্তি মোতা‌বেক তার বাড়ি থেকে ১২ পিস সোনার বার উদ্ধার ও তা‌কে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ৮৫০ গ্রাম।  

বিজিবির কাকডাঙ্গা বিওপি ও তলুইগাছা বিওপি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।