শুক্রবার (০৬ মার্চ) উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ বুদু হোসেন কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল ধার এলাকার আবুল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় বুদুকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে ১২ পিস সোনার বার উদ্ধার ও তাকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ৮৫০ গ্রাম।
বিজিবির কাকডাঙ্গা বিওপি ও তলুইগাছা বিওপি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এনটি