ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মালিকদের অতি মুনাফার লোভ সড়ক দুর্ঘটনার বড় কারণ: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
মালিকদের অতি মুনাফার লোভ সড়ক দুর্ঘটনার বড় কারণ: মেনন

ঢাকা: পরিবহন মালিকদের অতিমুনাফালোভী মনোভাব সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

শুক্রবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান মেনন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সড়ক দুর্ঘটনার বড় কারণ হচ্ছে পরিবহন মালিকদের অতিমুনাফালোভী মনোভাব, অবৈধ চাঁদাবাজি ও সড়ক অব্যবস্থাপনা।

আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। এর জন্য পরিবহন শ্রমিকদেরও সচেতন ও সংগঠিত হতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া নিজেদের, মানুষের স্বার্থ রক্ষা সম্ভব নয়।  

পরিবহন শ্রমিকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে মেনন বলেন, আধুনিক যুগে পরিবহন ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড অকল্পনীয়। অথচ পরিবহন শ্রমিকদের অবদানের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। এখন সময় এসেছে পরিবহন শ্রমিকদের স্বীকৃতি দেওয়ার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ফুল মিয়া ভূঁইয়া। সঞ্চালনা করেন বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য, শ্রমিকনেতা শাহ্ মো. আবু জাফর, জননেতা নাজমুল হক প্রধান ও শ্রমিকনেতা আবুল হোসাইন।  

সম্মেলনে শ্রমিকনেতা আবুল হোসাইনকে সভাপতি ও মো. গোলাম ফারুককে সাধারণ সম্পাদক করে অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।