শুক্রবার (৬ মার্চ) বিকেলে আটকদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী পুকুরপাড়া এলাকা থেকে মাদকবিক্রেতা জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে মো. রাকিব হাসানকে (১৮) আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, ইয়াবাসহ জাহাঙ্গীর ও তার ছেলে রাকিবকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরআইএস/