শুক্রবার (৬ মার্চ) দুপুরে র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার সোলোমান ধন্দাকলা এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল, দু’টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও নগদ নয় হাজার আটশ’ টাকাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে বলেন, আটক বিকাশ ও সুমন দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
কেইউএ/আরআইএস/