শুক্রবার (০৬ মার্চ) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে তার স্বামী বাপ্পারাজ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
এর আগে চারটি স্ত্রী বাপ্পারাজের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেরাই তালাক নিয়েছে। আয়েশার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে বাপ্পারাজের বিয়ে হয়েছে বলে জানান নিহত আয়েশার ভাই সাকিল হোসেন।
পিরোজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নিখিল চন্দ্র সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এনটি