ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরে বাঁশবাগান থেকে এক সন্তানের জননী গৃহবধূ আয়েশা খাতুনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনার পর থেকে তার স্বামী বাপ্পারাজ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

আয়েশা খাতুন বাপ্পারাজ আলীর পঞ্চম স্ত্রী।  

এর আগে চারটি স্ত্রী বাপ্পারাজের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেরাই তালাক নিয়েছে। আয়েশার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে বাপ্পারাজের বিয়ে হয়েছে বলে জানান নিহত আয়েশার ভাই সাকিল হোসেন।

পিরোজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নিখিল চন্দ্র সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।