ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে বিদ্যুতের খুঁটি পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
শ্যামনগরে বিদ্যুতের খুঁটি পড়ে নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক থেকে বিদ্যুতের খুঁটি পড়ে আইয়ুব আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী শাহ আলম।

শুক্রবার (৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা সদর ও নওয়াবেঁকী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী উপজেলার সোরা গ্রামের পানা উল্লাহ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী আজিবর রহমান ও মইনুল হোসেন জানান, বেলা ১২টার দিকে আইয়ুব আলী ও শাহ আলম মোটরসাইকেলে করে নওয়াবেঁকী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। একই সময়ে নওয়াবেঁকী বিদ্যালয়ের কাছেই একটি ট্রাক থেকে কিছু শ্রমিক রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি নামানোর কাজ করছিল। এক পর্যায়ে ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি খুঁটি ছিটকে তাদের গায়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।  

শ্যামনগর হাসপাতালের চিকিৎসক ডা. মোশশারাত জাহান জানান, হাসপাতালে আনার আগেই আইয়ুব আলীর মৃত্যু হয়। এছাড়া আহত ব্যক্তির মাথায় সেলাই দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।