যাত্রাবাড়ীতে অস্ত্রসহ যুবক আটক।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্রসহ দ্বীন ইসলাম দ্বীনু (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় র্যাব-১০ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মৃধাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা অভিযান পরিচালনা করে দ্বীনুকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল, তিন রাউন্ড গুলি ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় একাধিক অস্ত্র, ডাকাতি এবং মাদক মামলা রয়েছে।
দ্বীনুর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এমএমআই/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।