ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে মোহাম্মদ স্বপন নামের ওই যাত্রীকে আটক করা হয়।
কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বিকেলে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা।
এসময় গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আনুমানিক বিকেল ৫টায় মালয়েশিয়া থেকে আগত ফ্লাইট নম্বর বিএস-৩১৬-এর যাত্রী মো. স্বপনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হলে তার কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন বাংলানিউজকে বলেন, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
টিএম/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।