ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহনে নসিমন পুকুরে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
লালমোহনে নসিমন পুকুরে পড়ে চালক নিহত

ভোলা: ভোলার লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে লালমোহন মঙ্গল সিকদার সড়কের চর কাঁলাচাদ বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের নাম মানিক মিয়া (২৫)।

তার বাড়ি পৌর ৪ নম্বর ওয়ার্ডে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, ওই সড়ক দিয়ে নসিমনটি হরিগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন চালক মানিক মিয়া। এ সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।