বাংলাদেশ আর্ট উইকের (বিএডব্লিউ) আয়োজনে শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ঢাকা গ্যালারিতে শুরু হয়েছে ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত এ চিত্র প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত।
প্রদর্শনীতে দেশের প্রখ্যাত এ নারী শিল্পীরা তাদের চিত্রকর্ম উপস্থাপন করবেন, যারা এই বিচিত্র প্রচেষ্টাকে প্রস্ফুটিত করতে সহযোগিতা করেছেন। পাশাপাশি বিএডব্লিউ’র ভেতরে এবং বাইরের ভিজ্যুয়াল আর্ট, পারফর্মিং আর্ট, ভাস্কর্য, স্থাপত্য শিল্প এবং ফটোগ্রাফিতে উদীমান সৃজনশীল শিল্পীদের সামনে আনার প্ল্যাটফর্ম। বিএডব্লিউর উদীয়মান শিল্পীরা একটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করেছেন যে, তারাই শ্রেষ্ঠ।
‘ওরা ১১ জন’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে সহায়তা করছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা নীহারিকা মমতাজ ও মোহাম্মদ মহসিন।
বাংলাদেশ আর্ট উইক: বাংলাদেশের চিত্রশিল্পের কণ্ঠস্বর। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য বৈচিত্র্যময় শৈল্পিক পরিবেশ তৈরির মাধ্যমে দুনিয়াজুড়ে চিত্রকলাকে ছড়িয়ে দেওয়া। এটি একটি অন্যরকম অভিজ্ঞতা, যা উদীয়মান এবং প্রতিষ্ঠিত শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের সুযোগ করে দেয়। বাংলাদেশ আর্ট উইক (বিএডব্লিউ) বৈশ্বিক চিত্রশিল্পের দরবারে স্থানীয় চিত্রশিল্পের পারস্পরিক যোগাযোগ, নির্দেশনা এবং উপস্থাপনের মাধ্যমে ঊর্ধ্বে তুলে ধরার সুযোগ করে দেয়। এটি মেধাবী শিল্পীদের এমন একটি প্ল্যাটফর্ম, যা মানুষের ভেতরের বিচিত্র অভিব্যক্তির একটি সমাবেশ, মনের নিগূঢ় চিন্তা কলম, পেনসিল, রং এবং কাগজের মাধ্যমে প্রকাশের ইশতেহার।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এআর/টিসি