ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
বনানীতে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ধ্যাকালীন কোর্সের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সে (ইভিনিং প্রোগ্রাম) এমবিএ-এর শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে।

বর্তমানে মিরপুর পীরেরবাগ এলাকায় থাকতেন।

শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এসআই আব্দুল কাইয়ুম জানান, বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে ২০ গজ দক্ষিণ পাশে মেইন রাস্তায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সালের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেলে থাকা কাগজপত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। এছাড়া ফয়সালের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি হয়েছেন। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।