শুক্রবার (৬ মার্চ) রাতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বিষ্ণুবালা উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামের আকালু চন্দ্র বর্মণের স্ত্রী।
এরআগে শুক্রবার দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতে কবিতা রানী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। কবিতা রানী একই গ্রামের রবি চন্দ্রের স্ত্রী।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চার নারী। তারা হলেন, বলরাম গ্রামের পরেশ চন্দ্র বর্মণের স্ত্রী ভারতী রানী (৫০), গোপাল চন্দ্র বর্মণের স্ত্রী শোভা রানী (৫৫), মৃত ফয়জার রহমানের স্ত্রী মালেকা বেগম (৪৫) ও মৃত ইয়াছিন আলীর স্ত্রী মমতা বেগম (৪০)।
সোনারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ বদিরুল অহসান সেলিম বাংলানিউজকে জানান, দুপুরে কবিতা রানীসহ ছয় নারী ওই গ্রামের একটি ধানক্ষেতে আগাছা পরিস্কার করছিলেন। এ সময় বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে আহত হন তারা। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিতা রানীকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে বিষ্ণুবালার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
** সুন্দরগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বাংলাদেশ সময: ০১২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ওএইচ/