ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোতালেব (৫৫) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব উপজেলার গুড়নই গ্রামের মৃত লায়েবুল্লার ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় আত্রাই বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যান করে বাড়ি ফেরার পথে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাবেক ইউপি সদস্য মোতালেবের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।