আটক জুয়েল পাথরঘাটা সদর ইউনিয়নের গহর এলাকার মো. জাফর মীরের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় উপজেলার বাদুরতলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ জুয়েল নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। এর পর কোস্টগার্ডের অফিসে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানায় আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ওএইচ/