ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলব্যাগ কেনা হলো না ময়ূরীর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
স্কুলব্যাগ কেনা হলো না ময়ূরীর!

পঞ্চগড়: ময়ূরী (১৪)। দশম শ্রেণির ছাত্রী ময়ূরী নতুন স্কুলব্যাগ কেনার জন্য দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মার্কেটে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত নতুন ব্যাগ কেনা হলো না ময়ূরীর।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৭টায় পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকার গোয়ালঝাড় রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাতে হয়েছে তাকে। ময়ূরী তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আনারুল ইসলামের মেয়ে ও দেবনগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ময়ূরীর খালাতো ভাই মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, দুলাভাই আরিফ হোসেনের (২৫) সঙ্গে নতুন স্কুলব্যাগ কেনার জন্য মোটরসাইকেল করে পঞ্চগড়ে যাচ্ছিল ময়ূরী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, জগদল বাজার গোয়ালঝাড় ট্রাকটি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ময়ূরী মোটরসাইকেল থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও পঞ্চগড় সদর থানা পুলিশ। এ ঘটনায় গুরুত্বর আহত হন মোটরসাইকেল চালক আরিফ হোসেন। এ ঘটনায় মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।