ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
গাইবান্ধায় অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধায় কলেজছাত্রীকে ধর্ষণের পর অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে তাজদিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে জেলা সদরের তুলশীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজদিকুল সদর উপজেলার ভবানীপুর গ্রামের হিরু সরকারের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, তাজদিকুলের সঙ্গে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার (২ মার্চ) কৌশলে মেয়েটিকে ইয়াবা খাইয়ে ধর্ষণের পর অশ্লীল ছবি ধারণ করে তাজদিকুল। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই শিক্ষার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে তাজদিকুল।

এ ঘটনায় শুক্রবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরে তুলশীঘাট এলাকা থেকে তাজদিকুলকে গ্রেফতার করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।