ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৭ মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
৭ মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু পাঠ: অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের নিচতলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ এবং তার সম্পর্কে ১০০টি কুইজভিত্তিক প্রশ্নের লিখিত পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. আবু কাওসার, সহ-সভাপতি আনোয়ারুল আলম পারভেজ, মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে এই ভূখণ্ডের ইতিহাস পাওয়া যায়। পরে ১৯৭১ সালে তিনি এই দেশের এক নতুন ইতিহাস তৈরি করেন। এসময় তিনি শুধু পাকিস্তান থেকে দেশকে স্বাধীনই করেননি, বরং নিজ আদর্শ এবং নিয়ম-শৃঙ্খলায় গড়ে তুলেছেন নতুন করে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।