শনিবার (৭ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক রুবেল হোসেন উপজেলার খোর্দগনুইর গ্রামের আতাউর রহমানের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯৬৩ পিস ইয়াবাসহ রুবেল হোসেনকে আটক করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
আরএ