শনিবার (০৭ মার্চ) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশালের সাধারণ সম্পাদক জোসনা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বরিশাল ট্রেড ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল বিদ্যুত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মুকুল, বরিশাল রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি আক্তার রহমান সবুর, ছাত্র ইউনিয়ন সভাপতি সম্পা দাসসহ বরিশাল মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের নেতারা।
সমাবেশে বক্তারা সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এমএস/এইচএডি/