শনিবার (৭ মার্চ) উপজেলার ভগিরথপুর বাজার থেকে তাকে গ্রেফতার কর হয়। রাজ্জাক উপজেলার বাশবুনিয়া গ্রামের মৃত. রাশেদ আলী মল্লিকের ছেলে।
মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান বাংলানিউজকে জানায়, ২০১৬ সালে পারিবারিক মামালায় ঢাকা এর বিচারক ২২ মে ১৮ তারিখ আসামি রাজ্জাককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভগিরথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, রাজ্জাককে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এনটি