দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান।
তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার এটি এম রকেবুল হক, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কর্মাস কাউন্সিলর ড. এ কে এম আতিকুল হক। হাইকমিশনের প্রথম সচিব জাকির হোসেন কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনিস্টার (রাজনৈতিক) নূরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
টিআর/আরবি/