ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর চকবাজার থেকে হিযবুত তাহরীরের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
রাজধানীর চকবাজার থেকে হিযবুত তাহরীরের সদস্য আটক আটক জয় র‌্যাব হেফাজতে।

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য শরফুদ্দীন আহম্মেদ ওরফে জয়কে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (৭ মার্চ) বিকেলে র‌্যাব-১০ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্য জয়কে উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণের সময় আটক করে।

এ সময় তার কাছ থেকে বেশকিছু উগ্রবাদী লিফলেট, হিজবুত তাহরীরের সংবিধান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

আটক জয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। আটক জয়ের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।