শনিবার (৭ মার্চ) বিকেলে আটকদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার। এর আগে ভোরে সাদীপুর এলাকা থেকে ওই চার যুবককে আটক করা হয়।
আটক চারজন হলেন- তারা মিয়ার দুই ছেলে তৈবুর রহমান (২৪), শাকিল হোসেন (২০), জামানের ছেলে সুজন (২১) ও আব্দুর জব্বারের ছেলে সেলিম (৩৫)। আটকরা সবাই সোনারগাঁও উপজেলার সাদীপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার বাংলানিউজকে জানান, সোনারগাঁওয়ের সাদীপুর এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় তৈবুর, শাকিল, সুজন ও সেলিমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাতির মালামাল উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ব্যবসায়ী আলী হোসাইনের বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি (বুধবার) দিনগত রাত ৩টার দিকে ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত প্রথমে তাদের বাড়ির গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
আরআইএস/