ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বাড়ির ছাদে গাঁজা চাষ, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
ফতুল্লায় বাড়ির ছাদে গাঁজা চাষ, যুবক আটক ফতুল্লায় বাড়ির ছাদে গাঁজা চাষ, যুবক আটক।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় বাড়ির ছাদে গাঁজার গাছ লাগানোর দায়ে  শাকিল নামে এক যুবককে আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ মার্চ) র‌্যাব-১১ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলের বাড়ির ছাদ থেকে প্লাস্টিকের তৈরি টবে লাগানো তিনটি গাঁজার গাছ জব্দ করা হয়।  

জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শাকিল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বাসার ছাদে অবৈধভাবে গাঁজার চাষ করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।