ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘মুজিব ট্রেড সেন্টার’ করার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
সিলেটে ‘মুজিব ট্রেড সেন্টার’ করার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

সিলেট: মুজিববর্ষে সিলেটে মুজিব ট্রেড সেন্টার করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। 

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলার মাঠে ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ মেলার আয়োজন করেছে।

এ কে মোমেন বলেন, আমাদের দাবি হওয়া উচিত ট্রেড সেন্টারের। দেশের সব শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করা যেতে পারে। বিভিন্ন দেশেও এমন ট্রেড সেন্টার রয়েছে। এগুলোতে সারাবছর মেলা হয়ে থাকে। আপনার জমি দেখবেন। জমি শহরের মধ্যে হবে না, একটু দূরে হলেও হবে।  

সিলেটের ব্যবসায়ীদের ইন্ডাস্ট্রি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাইটেক পার্কে জায়গা পেলে সরকার সকল সুবিধা প্রদান করবে। এজন্য মনযোগি হন।
 
আন্তর্জাতিক এ বাণিজ্য মেলায় উপস্থিত হতে পেরে খুব খুশি হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটের এ মেলায় ১৫৫টি স্টল ও ৩৫টি প্যাভিলিয়ন এসেছে। এ কারণে খুব খুশি হয়েছি।
 
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার অনুরোধে আমি এই মেলার উদ্বোধন করেছি। সম্প্রতি ঢাকায় এসএমই মেলায় গিয়ে অভিভূত হয়েছি। সেখানে স্টলগুলোতে ৭০ শতাংশই নারীরা তত্ত্বাবধান করছেন। এসব মেলার আয়োজন উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করে। বিশেষ করে নারী উদ্যোক্তারা এসব মেলা আয়োজনের মাধ্যমে নিজেদের তুলে ধরছেন। ভালো মানের পণ্য নিয়ে আসছেন তারা। মেলা হওয়ার ফলে উদ্যোক্তারা শহরে আসতে পারছে, আমরা ভালো মানের পণ্যও পাচ্ছি।
 
দেশের উন্নয়নে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। সরকারের একার পক্ষে সেটা অর্জন সম্ভব নয়। সেজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। দুনিয়ার সব দেশে ব্যবসায়ীরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। ব্যবসায়ীরাই চাকরি দেন। বেকার দূর করেন। উন্নয়নের জন্য এসএমইদের এগিয়ে আসতে হবে। সরকারও তাদের সহযোগিতা করবে।
 
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আফজাল রশিদ চৌধুরী।
 
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের প্রথম সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সাবেক পিপি অ্যাডভোকেট মোশাহিদ আলী, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাবেক সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মো. ইলিয়াসুর রহমান, সুমেয়াত নুরী চৌধুরী, মাহবুবুর রহমান, মাহমুদুর রহমান, অজয় কুমার ধর, মো. সিদ্দিকুর রহমান, রাজিব ভৌমিক, শান্তু দত্ত সন্তু, মো, আব্দুর রহমান রিপন, মো. আলিমুছ ছাদাত চৌধুরী, সাবেক পরিচালক মাহমুদ বক্স রাজন, মোয়াশির হোসেন চৌধুরী, সদস্য জয়নাল আহমদ রানা, মো. মঈনুল ইসলাম মঈন, মো. সফিউর রহমান, মো. ফয়েজ আহমদ চৌধুরী, আব্দুল গাফফার, আব্দুল লতিফ রিপন, জোমাদিন আহমদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এনইউ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।