শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে বালুর মাঠ এলাকার বিয়াম গলির মুখে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- টিয়া বেগম (৩৫), আরিফুল ইসলাম (১৫), মো. রাসূল (১৪), হামিদ (১৫) ও বিল্লাল হোসেন (১৭)।
দুর্ঘটনার ব্যাপারে আহতর জানান, শনিবার রাত ৮টার দিকে তারা বিয়ামের গলির মুখে রাস্তার পাশে দাড়িয়ে ফুচকা খাচ্ছিলেন। এছাড়া অনেকে এমনি দাঁড়িয়ে ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট কাভার্ডভ্যান চাপা দিলে তারা আহত হন।
অাহত আরিফুল জানায়, শুরুতে কাভার্ডভ্যানটি তাদের পাশেই দাঁড় করানো ছিল। দুর্গটনার আগে আগে চালকের পরিচিত এক দারোয়ান পরীক্ষামূলকভাবে সেটি চালাতে শুরু করে। সে সময়ই তিনি লোকজনকে চাপা দেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এ দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তা গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট পিকআপ জব্দ ও মূল চালকসহ দুর্ঘটনা ঘটানো ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এজেডএস/এইচজে