ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি হওয়া বসুন্ধরা এলপি গ্যাসের ৫০৬টি সিলিন্ডারসহ ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে সিলিন্ডার বোঝাই ট্রাকসহ চুরির সঙ্গে জড়িত চালক মনির হোসেনকে (৩৫) আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় বসুন্ধরা গ্রুপের পরিবেশক শক্তি এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে ৫০৬টি এলপি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকটি চুরি হয়।
গোডাউনের ভেতরে ঘুমন্ত শ্রমিকরা স্থানীয় এক নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে ভোর ৫টার দিকে প্রতিষ্ঠানের মালিক জুবায়ের কবির খানকে এ ঘটনা জানালে তিনি তাৎক্ষণিক জিপিএস'র মাধ্যমে ট্রাকটির অবস্থান ভৈরবের দিকে দেখতে পেয়ে একটি পিকআপে করে এর পিছু নেন। সে সময় পূর্ব পরিচয়ের সূত্র ধরে গ্যাস সিলিন্ডার পরিবহনকারী একাধিক গাড়ি চালক ও ট্রান্সপোর্ট এজেন্সিকে চুরি হওয়ার বিষয়টি জানান তিনি। পরে সকাল পৌনে ৭টার দিকে চুরি হওয়া ট্রাকটি পোস্তগোলা সেতু পার হচ্ছে এমন খবর পান জুবায়ের। সকাল ৮টার দিকে ট্রাকটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘাটে পৌঁছানোর পর জিল্লুর রহমান ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক এটিকে আটকে সেখানকার নৌ-পুলিশকে জানান। পরে তারা ট্রাকসহ চালককে আটক করে।
এসআই সোহরাব আরও জানান, শনিবার মাওয়া পৌঁছে সিলিন্ডারভর্তি ট্রাকসহ চালককে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ট্রাকের চালককে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আগাকীকাল রোববার (৮ মার্চ) আদালতে পাঠানো হবে। চুরির সঙ্গে জড়িত চক্রটির সন্ধান পেতে আসামির রিমান্ড আবেদনও করা হবে বলে যোগ করেন ওসি।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএন/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।