ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে টর্নেডোর ছোবলে অর্ধশত বাড়িঘর লণ্ডভণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
আদিতমারীতে টর্নেডোর ছোবলে অর্ধশত বাড়িঘর লণ্ডভণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টর্নেডোর আঘাতে প্রায় অর্ধশত বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। 

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রামে এ টর্নেডো আঘাত হানে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন মেঘে ছেয়ে যায় ওই এলাকার আকাশ।

এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। এক পর্যায়ে হঠাৎই টর্নেডো আঘাত হানে চওড়া গ্রামে। এতে মুহূর্তেই অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র উড়ে যায়। এছাড়া বৃষ্টিতে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বইখাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদিতমারীতে টর্নেডোর ছোবলে অর্ধশত বাড়ি লণ্ডভণ্ড।  ছবি- বাংলানিউজ  

এদিকে টর্নেডোর খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক আবু জাফর রাতেই  ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।  

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ টর্নেডোর আঘাতে চওড়া গ্রামের ৩৬টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৭টি পরিবারে সম্পূর্ণ ও ২৯টি পরিবারের বসতবাড়ি আংশিক ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদেরকে পুনর্বাসনে ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
কেএএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।