শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রামে এ টর্নেডো আঘাত হানে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন মেঘে ছেয়ে যায় ওই এলাকার আকাশ।
এদিকে টর্নেডোর খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক আবু জাফর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ টর্নেডোর আঘাতে চওড়া গ্রামের ৩৬টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৭টি পরিবারে সম্পূর্ণ ও ২৯টি পরিবারের বসতবাড়ি আংশিক ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদেরকে পুনর্বাসনে ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
কেএএস/এইচজে