ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল: কৃষিমন্ত্রী 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল: কৃষিমন্ত্রী 

মধুপুর (টাঙ্গাইল): জাতির জনকের ৭ মার্চের ভাষণে ঐক্যবদ্ধ হয়ে দেশকে পাকিস্তানের শোষণ ও শাসন থেকে মুক্ত করতে বাঙালি জাতি স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। 

শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মধুপুরের গাংগাইর নজমুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলিল উল্লেখ করে  আব্দুর রাজ্জাক বলেন, যারা স্বাধীনতা চায়নি, বাংলাকে শশ্মানে পরিণত করতে চেয়েছিল, পাকিস্তানের ভূত এখনও তাদের ঘাড়ে চেপে বসে আছে।

তারা এখনও স্বপ্ন দেখে এ দেশকে পাকিস্তান বানানোর।

শেখ হাসিনা সরকারের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নতি ও সমৃদ্ধির পথে। উন্নত জাতি গঠনে সরকার শিক্ষা ও ক্রীড়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে।  

নজমুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। নুরুল আলম খান রাসেলের সঞ্চালনায় মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরমেয়র মাসুদ পারভেজ, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মেহেদি মাসুদ। উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরান হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।

অন্যদিকে ধনবাড়ীর ফুটবল ফাইনালের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ইউএনও আরিফা সিদ্দিকা, আ’লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, কলেজ অধ্যক্ষ কেশব চন্দ্র দাস প্রমুখ।

এদিকে এদিন কৃষিমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০১৯-এর ফাইনালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি চরপাড়া একাদশ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।