রোববার (৮ মার্চ) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটে’র উপদেষ্টা ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম প্রমুখ।
এদিন নারী দিবস উপলক্ষে রাত ১২টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের ছাত্রীসহ বিপুল সংখ্যক নারী কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হন। এর আগে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতীবাদী গান ও নৃত্য পরিবেশন করা হয়।
নাড়ি দিবসের প্রথম প্রহরে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেই প্রতিপাদ্য, স্লোগানকে সামনে রেখে নারী দিবস উদযাপিত হচ্ছে, সেই স্লোগান যেন আমরা মনেপ্রাণে ধারণ করি। নারীর মর্যাদা, অধিকার সংরক্ষণে আমরা যে পিছিয়ে আছি, সেটি দূর করতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নারীর অধিকারের বিপক্ষে যত শক্তি আছে সেই শক্তিকে পরাজিত করে, সবসময় মাথা উঁচু করে জাতির জনকের সুন্দর বাংলাদেশ বিনিমার্ণ হবে আমাদের প্রতিজ্ঞা।
মেহের আফরোজ চুমকি বলেন, নারীর অধিকার রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীদের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ঐক্যবদ্ধবাবে নারী নির্যাতনের প্রতিবাদ করবে, প্রতিহত করবে। অপরাধীদের কোনো ক্ষমা নেই। শক্তভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার বিশ্বাস, তোমরা নারী নির্যাতনকারীদের চিহ্নিত করে ধরিয়ে দেবে। আর নরমভাবে নয়, বলিষ্ঠভাবে নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে।
বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসকেবি/এইচজে