ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
বরিশালে নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ

বরিশাল: 'প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার' স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়েছে। 

রোববার (৮ মার্চ) রাত ১২টা এক মিনিটে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে 'আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট'র বরিশাল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।  

এ আয়োজনে শপথ পাঠ ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন করা হয়।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।  

সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, আইসিডিএ'র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।  

এসময় আরও উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সহ সভাপতি পুষ্প রানী চক্রবর্তী, এনজিও কর্মী হাসিনা বেগম নীলাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্য ও নারীরা।  

শুরুতে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময়ই আঁধার ভাঙার শপথ নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।