শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
বার্ডের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও অটোমেশন কার্যক্রম বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান।
কর্মশালায় আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের চিফ ই-গভর্ন্যান্স স্পেশালিষ্ট ফরহাদ জাহিদ শেখ বলেন, সেবা সহজীকরণ, সফটওয়্যার উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্ড নেতৃত্ব দিচ্ছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানগুলো বার্ডের সেবা সহজীকরণ সফটওয়্যার ব্যবহার করলে সেবা দেওয়া আরো সহজ হবে। এছাড়া এই সফটওয়্যার ব্যবহারের ফলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অর্থ ও সময়ের সাশ্রয় হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব বলেন, বার্ডের উদ্যোগে নির্মিত এই সেবা সহজীকরণ সফটওয়্যার ব্যবহারের ফলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সহজ হবে।
প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ডের কার্যক্রমকে ডিজিটালাইজড করার লক্ষ্যে ইআরপির উদ্যোগ গ্রহণ করেছে। বার্ড অটোমেশনের সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন প্রতিষ্ঠানের যুগ্ম-পরিচালক রঞ্জন কুমার গুহ। বার্ডের এই সফটওয়্যার যাতে অন্যরা ব্যবহার করে, কর্মশালায় সেই তাগিদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমআইএস/এইচজে