শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার বেড়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হাকিম শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ি এলাকার মৃত হাসেন আলী প্রামাণিকের ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে খবর পেয়ে উপজেলার বেড়াগাড়ি এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি আজিম।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
কেইউএ/আরআইএস