ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মন্দভাগ দুর্ঘটনা: নিহত ১৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
মন্দভাগ দুর্ঘটনা: নিহত ১৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা

ঢাকা: ২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সাহায্য দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

রোববার (৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর রেল ভবনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

সহায়তাপ্রাপ্তদের আটজন হবিগঞ্জের, চারজন চাঁদপুরের ও একজন নোয়াখালীর।

তন্মধ্যে হবিগঞ্জের চারজনের কোনো ওয়ারিশ আসেনি চেক নিতে। তাদের চেক হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।    

তবে ১৭ জনের মধ্যে ওয়ারিশ নিয়ে জটিলতা থাকায় বাকি চারজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ওয়ারিশ নিয়ে জটিলতা কাটলে তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৪ জন আহত হন। এ সময় রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।         

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।