রোববার (৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর রেল ভবনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
সহায়তাপ্রাপ্তদের আটজন হবিগঞ্জের, চারজন চাঁদপুরের ও একজন নোয়াখালীর।
তবে ১৭ জনের মধ্যে ওয়ারিশ নিয়ে জটিলতা থাকায় বাকি চারজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ওয়ারিশ নিয়ে জটিলতা কাটলে তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।
ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৪ জন আহত হন। এ সময় রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
টিএম/আরবি/