রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর রেল ভবনে ২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে এক লাখ টাকা চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেলের কারণে যেসব দুর্ঘটনা ঘটে, সেই দায়িত্ব আমরা নেই।
তিনি বলেন, মন্দবাগে দুর্ঘটনার পর আমরা তাৎক্ষণিক ভাবে ঘোষণা দেই তাদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই অর্থ আজ দেওয়া হলো। নিহত ও আহতদের চিকিৎসায় আরও প্রায় ১৭ লাখ টাকা খরচ করেছে রেল মন্ত্রণালয়।
তিনি জানান, সহায়তাপ্রাপ্তদের আটজন হবিগঞ্জের, চারজন চাঁদপুরের ও একজন নোয়াখালির। হবিগঞ্জের তিনজনের কোনো ওয়ারিশ আসেননি চেক নিতে। তাদের চেক হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে।
ওয়ারিশ নিয়ে জটিলতার কারণে ১৭ জনের মধ্যে চারজনের পরিবারকে চেক দেওয়া হয়নি। জটিলতা কাটলে তাদের চেক দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
মন্দবাগের ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৪ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
টিএম/এফএম