ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘রেলের কারণে দুর্ঘটনার দায় নেয় রেলওয়ে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
‘রেলের কারণে দুর্ঘটনার দায় নেয় রেলওয়ে’ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ঢাকা: রেল দুর্ঘটনায় কেউ নিহত হলে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘কেউ নিহত হলে অর্থ দিয়ে ক্ষতি পোষানো যায় না। প্রাণ গেলে কারো প্রাণ দেওয়া যায় না। মন্দবাগ দুর্ঘটনার পরই তাৎক্ষণিক ছুটে যাই। নিহত ও আহতদের পাশে দাঁড়াই। প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতাও করেছি।’

রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর রেল ভবনে ২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে এক লাখ টাকা চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলের কারণে যেসব দুর্ঘটনা ঘটে, সেই দায়িত্ব আমরা নেই।

কুলাউড়ার দুর্ঘটনার দায়িত্ব আমরা নিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। মন্দভাগ ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে দুর্ঘটনার দায়িত্বও আমরা নিয়েছি। রেলের কারণে যেসব দুর্ঘটনা, আমরা সবসময় সেই দায়িত্ব নেই। তবে কেউ রেললাইনে মোবাইল ফোনে কথা বলে নিহত হলে কিংবা ক্রসিং না মেনে দুর্ঘটনা ঘটলে সেই দায়িত্ব রেলের নয়।

তিনি বলেন, মন্দবাগে দুর্ঘটনার পর আমরা তাৎক্ষণিক ভাবে ঘোষণা দেই তাদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই অর্থ আজ দেওয়া হলো। নিহত ও আহতদের চিকিৎসায় আরও প্রায় ১৭ লাখ টাকা খরচ করেছে রেল মন্ত্রণালয়।

তিনি জানান, সহায়তাপ্রাপ্তদের আটজন হবিগঞ্জের, চারজন চাঁদপুরের ও একজন নোয়াখালির। হবিগঞ্জের তিনজনের কোনো ওয়ারিশ আসেননি চেক নিতে। তাদের চেক হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে।

ওয়ারিশ নিয়ে জটিলতার কারণে ১৭ জনের মধ্যে চারজনের পরিবারকে চেক দেওয়া হয়নি। জটিলতা কাটলে তাদের চেক দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

মন্দবাগের ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৪ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।