ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন, ১১ নারীকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন, ১১ নারীকে সম্মাননা বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া নারীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এ প্রত্যয় নিয়ে বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ১১ নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া নারীরা হলেন, রাবেয়া খাতুন, প্রফেসর শাহ সাজেদা, পুষ্প চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, কোহিনুর বেগম, ডা. বনলতা মুর্শিদা, আসমা চৌধুরী, হাসিনা বেগম নীলা, রহিমা সুলতানা কাজল, রাশিদা বেগম, নূরজাহান বেগম।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুজ্জামান পাভেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি অসম্ভব। বর্তমান সরকার নারীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। কর্মক্ষেত্রসহ সব কার্যক্রমে নারীরা সমান তালে পুরুষের সাথে এগিয়ে যাচ্ছে।

পরিশেষে ব্রাকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।