রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, চিত্রনায়িকা মৌসুমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, নারীর ক্ষমতায়ন মানে, নারীর ক্ষমতাকে যথেচ্ছা ব্যবহার করা নয়। আমি নারীর ক্ষমতায়ন অবশ্যই চাই। কিন্তু পাপিয়ার মতো কোনো দুর্বৃত্তের জন্ম যেন আর না হয়, সেটাও চাই। তাহলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে। এটা অত্যন্ত দুঃখজনক।
১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, আজ দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলের নেতা নারী, স্পিকার নারী, কবে রাষ্ট্রপতি নারী হবে সেই অপেক্ষায় আছি। আমরা মনে প্রাণে চাই একজন নারী রাষ্ট্রপতি হোক।
প্রয়াত আব্দুল জলিলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল ভাই। তিনি ছিলেন অমায়িক মানুষ, দলের জন্য নিবেদিত প্রাণ।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ডিএন/এফএম