ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
নবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের নীচে চাপা পড়ে দেলুয়ারা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে জুথি (২৩)।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বান্দুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

মৃত দেলুয়ারা উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গরীবপুর গ্রামের রফিক মিয়ার স্ত্রী ও আহত জুথি তার মেয়ে বলে জানা গেছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে গরীবপুর গ্রামের নিজ বাড়ি থেকে দেলুয়ারা ও তার মেয়ে জুথি নতুন বান্দুরা এলাকায় আসেন। পুরাতন বান্দুরা যেতে দুজনে হেঁটে সেতু পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক দেলুয়ারা ও তার মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যায়।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দেলুয়ারাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম তালুকাদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।