ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ফেব্রুয়ারিতে ৪ খুন, ধর্ষণ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
খুলনায় ফেব্রুয়ারিতে ৪ খুন, ধর্ষণ ৫

খুলনা: খুলনা জেলায় ফেব্রুয়ারিতে চার খুন ও পাঁচ ধর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভায় এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখা এবং কেউ যাতে মজুদ করে পণ্যের সংকট তৈরি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার নিদের্শনা দেওয়া হয়। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, খুলনা জেলায় গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি একটি, চুরি চারটি, খুন তিনটি, অস্ত্রআইন চারটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ পাঁচটি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য ৫৬টি এবং অন্যান্য আইনে ৬৫টিসহ মোট ১৪৯টি মামলা দায়ের হয়েছে। জেলা অধিক্ষেত্রে জানুয়ারি ২০২০ মাসে এ সংখ্যা ছিল ১৫৬টি। খুলনা জেলায় গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে সাতটি মামলা হ্রাস পেয়েছে।

খুলনা মহানগরীতে ফেব্রুয়ারি মাসে রাহাজানি দু’টি,  চুরি সাতটি, খুন একটি, অপহরণ দু’টি, নারী ও শিশু নির্যাতন আটটি, নারী ও শিশু পাচার দু’টি, মাদকদ্রব্য ১২৯টি এবং অন্যান্য আইনে ২৪টি সহ মোট ১৭৫টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৭৯টি। মহানগরীতে জানুয়ারি মাসের তুলনায় চারটি মামলা হ্রাস পেয়েছে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, উপপুলিশ কমিশনার এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনিচুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।