ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে বিএসটিআইতে পরিচ্ছন্ন অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে বিএসটিআইতে পরিচ্ছন্ন অভিযান

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। রোববার (৮ মার্চ) পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 

পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এ ধারণাকে সর্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিএসটিআই’র সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, বিএসটিআই বাংলাদেশের একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। তাই জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি।

তিনি বলেন, ভোক্তারা যাতে বিএসটিআই’র মানচিহ্নের প্রতি আস্থা অর্জন করতে পারে প্রতিষ্ঠানকে সে লক্ষ্যে কাজ করতে হবে। পাশাপাশি তিনি বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রুততম সময়ে জনগণকে সেবা দেওয়া এবং পণ্যের মানের বিষয়ে আপসহীন থাকতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।