ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে লিফট ছিঁড়ে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
টঙ্গীতে লিফট ছিঁড়ে পড়ে শ্রমিকের মৃত্যু লিফট

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে জুলহাস (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। জুলহাস কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা এলাকার মৃত রহমত আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি কারখানার তিনতলা থেকে নিচে নামার জন্য লিফটে উঠেন জুলহাস। এ সময় হঠাৎ লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলহাসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলহাস টঙ্গী এলাকায় বাসাভাড়া থেকে ওই কারখানার লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।