রোববার (৮ মার্চ) সকালে উপজেলার দরবস্ত ইউপির চেয়ারগ্রামে এ ঘটনা ঘটে।
খালেকুর গোবিন্দগঞ্জ উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা ছফের উদ্দিন গত ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রোববার (৮ মার্চ) ভোর ৪টার দিকে ওই খবর খুঁড়ে মরদেহ ভ্যানে তুলে নিয়ে পালাবার সময় স্থানীয় দামোদরপুর জামে মসজিদের সামনে থেকে খালেকুর রহমানকে আটক করে এলাকাবাসী।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
মরদেহ পুনরায় ওই কবরস্থানে দাফন করে স্বজন-এলাকাবসী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেদেহী হাসান বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে আটক খালেকুরকে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে তিনি ফকিরালী জাতীয় কোনো কাজের উদ্দেশ্য গলিত মরদেহের কোনো অংশ নেওয়ার জন্য এই অমানবিক কাজ করছিল।
তিনি আরও জানান, খালেকুরের বিরুদ্ধে থানায় স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
আরএ