মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'মুজিববর্ষ উদযাপন বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির' সভায় এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা চেয়েছিলেন জমকালো মুজিববর্ষের অনুষ্ঠান হোক।
তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠানে নতুত্ব এনেছি, ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের জমকালো কোনো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা মুজিববর্ষের অনুষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। ’
করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাস আমাদের সম্পন্ন নিয়ন্ত্রণে আছে। দেশের মধ্যে তিনজন আক্রান্ত হয়েছে, এর বাইরে কেউ নেই। দেশের বাইরে সিঙ্গাপুরে পাঁচজন আক্রান্ত হয়েছিল তারা সবাই ভালো আছেন। যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশি তাদেরকে আমরা আপাতত দেশে আসতে নিরুৎসাহিত করছি। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী সচিব মাসুদ বিন মোমেন, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কানাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইএআর/এএটি