ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২ লাখ টাকা    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২ লাখ টাকা    

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ উৎপাদিত পলিথিন জব্দ ও কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারক।

সোমবার (৯ মার্চ) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের চর রায়পুর মহল্লায় আয়াত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় র‍্যাব-১২ সদস্যরা সহযোগিতা করেন।

      

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর রায়পুর এলাকায় অভিযান চালিয়ে আয়াত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পান আদালত।  

আবাসিক এলাকায় স্থাপিত এ কারখানাটিতে ক্ষতিকর পলিথিন উৎপাদিত হচ্ছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়াও পরিবেশ, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শকের সনদ ও ট্রেড লাইসেন্সও নেই।  

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাৎক্ষণিক কারখানা বন্ধের নির্দেশ দেন এবং উৎপাদিত পলিথিন জব্দ করেন। একইসঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানা মালিক বাবলুকে দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক সেটা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।