প্রকল্পের কাজের সঙ্গে সম্পৃক্ত নির্মাণসামগ্রী আনা হয় চীন থেকে। বর্তমানে চীনে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীন থেকে কোনো নির্মাণসামগ্রী আমদানি করা সম্ভব হচ্ছে না।
প্রকল্পের সমুদয় কাজ বিশেষ করে মাল্টিপারপাস হল নির্মাণ কাজ ২০২০ সালের জুনে সমাপ্ত হওয়ার সময় নির্ধারণ করা ছিল। অথচ এই সময়ে কাজ সমাপ্ত হচ্ছে না। ফলে প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে।
২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অতিরিক্ত বরাদ্দ হিসেবে ২০ কোটি ৬৭ লাখ টাকা চাওয়া হয়েছিল। এর মধ্য থেকে ৫ কোটি টাকা বাদ দিয়ে ১৫ কোটি ৬৭ লাখ টাকা চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।
তবে মাল্টিপারপাস হল নির্মাণ বাবদ ৫ কোটি টাকা আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখার আবেদন করা হয়েছে।
উপ-প্রকল্প পরিচালক ড. আবু নাসের চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে চীন থেকে নির্মাণসামগ্রী আনা সম্ভব হচ্ছে না। অপরদিকে জিকে শামীম বিভিন্ন অনৈতিক কাজের দায়ে গ্রেফতার হওয়ার কারণে প্রকল্পের কাজে বিলম্ব হচ্ছে। এই জন্য চলতি বছরের জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হচ্ছে না। আমরা আরও ছয় মাস বাড়তি সময় চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমআইএস/এইচএডি/