ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘আপন খবর নেও আপনারে, কেন বেড়াও পরের খবর করে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
‘আপন খবর নেও আপনারে, কেন বেড়াও পরের খবর করে’

কুষ্টিয়া: ‘শাহ সুফী ফকির লালন সাঁইজি সারাবিশ্বের মানুষের আত্মার মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। বাংলা ভাষায় বিভিন্ন পদ পদাবলীর মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, তার মূল বিষয়টাই হলো ‘নিজকে চেনো’। 

সাঁইজি বলেছেন, আপন খবর নেও আপনারে, কেন বেড়াও পরের খবর করে, আপন খবর জানলে পরে পরকে চেনা যায় তখন, ঠিকের ঘরে ভুল করেছে মন, কিসে চিনবি রে মন মানুষ রতন? 

এভাবেই লালন সাঁইজির গানের ব্যাখ্যা দিচ্ছিলেন কুষ্টিয়ার প্রবীণ বাউল সাধক নহের শাহ।

সাঁইজির গানের ব্যাখ্যা দিতে গিয়ে নাহের শাহ আরও বলেন, ‘মানব কুলে জন্ম নিয়েছি আমরা, কিন্তু মানুষ হতে পারিনি।

মানুষ হতে হলে মানুষের সংস্পর্শে যেতে হবে। আর মানুষ হলেন তিনিই, যিনি ষোল কলায় পূর্ণ একজন ব্যক্তি, একজন পূর্ণাঙ্গ মানুষ। একজন পূর্ণাঙ্গ মানুষের বৈশিষ্ট হলো- বিশ্ব ব্রহ্মাণ্ডের যেমন দশটি দিক আছে, তেমন একজন পূর্ণ আলোকিত মানুষেরও দশটা দিক আছে। ’

‘তাকে সত্যবাদী হতে হবে, জেহাদি হতে হবে, কষ্ট সহিঞ্চু হতে হবে, আপন গুপ্তাঙ্গের হেফাজতকারী হতে হবে, একাত্মবাদ শিকার করতে হবে, ন্যায় পরায়ণ থাকতে হবে, ধৈর্য্য-ত্যাগ থাকতে হবে। এসব বৈশিষ্ট ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রে নিজের চরিত্রের সঙ্গে বাস্তব সম্মত হতে হবে। এটা বাস্তবায়ন করতে তাকে হতে হবে নীতিবান কু-প্রবৃত্তিহীন জেহাদি। তবেই চারিত্রিক বৈশিষ্ট প্রতিষ্ঠা হবে। তবেই একজন মানুষ জ্ঞানী পরশ পাথরের রূপ পাবে। ’

এখানেই সাঁইজি বলেছেন, ‘আগে জানো মানুষের করণ কিসে হয়, ভুলো না মন বৈদিক ভুলে অনুরাগের ঘরে রই’ ভাটির স্রোতে যার বহে উজান, তাতে কি হয় মানুষের করণ? পরশ হলে না হলে রে মন দর্শনে কি হয়? অষ্ট প্রহরের এই দোল উৎসব একটা উপলক্ষ মাত্র। ’

মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগানে চলছে তিন দিনের লালন স্মরণোৎসব। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বাউল গানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।