মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ধামরাই থানা থেকে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে ধামরাইয়ের বালিয়া-কাওয়ালিপাড়া আঞ্চলিক সড়কে কাটা গাছ ইজিবাইকের উপর পড়ে ৫ যাত্রী নিহত হয়।
গ্রেফতাররা হলেন- গাছ কাটা শ্রমিক ধামরাইয়ের সূতাপুর এলাকার সোনা মিয়া ও সাইফুল ইসলাম।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নিহত মাজেদা বেগমের ছেলে শাহীনুর বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ