ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে গাছচাপা পড়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ধামরাইয়ে গাছচাপা পড়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে চলন্ত অটোরিকশার উপর গাছ পড়ে ৫ জন নিহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ধামরাই থানা থেকে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।  

এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে ধামরাইয়ের বালিয়া-কাওয়ালিপাড়া আঞ্চলিক সড়কে কাটা গাছ ইজিবাইকের উপর পড়ে ৫ যাত্রী নিহত হয়।

পরে রাতেই ৭ জনকে আসামি করে থানায় মামলা করেছে নিহত মাজেদা বেগমের ছেলে শাহীনুর। মঙ্গলবার ভোর রাতে ধামরাইয়ের বালিয়া থেকে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গাছ কাটা শ্রমিক ধামরাইয়ের সূতাপুর এলাকার সোনা মিয়া ও সাইফুল ইসলাম।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নিহত মাজেদা বেগমের ছেলে শাহীনুর বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।