ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিলাইছড়িতে চাঁন্দের গাড়ি উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বিলাইছড়িতে চাঁন্দের গাড়ি উল্টে নিহত ১

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় চাঁন্দের গাড়ি (জিপ) উল্টে লতা তঞ্চঙ্গ্যা (৪৫) নামে এক নারী নিহত ও চার জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাপ্পী বড়ুয়া (৩৫), গাড়ি চালক মো. ফারুক (৩১), হেলপার লেত্যমণি তঞ্চঙ্গ্যা (১৩) ও সুজিত তঞ্চঙ্গ্যা (৫২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলাইছড়ি সদরে মঙ্গলবার হাটবার হওয়ায় সোমবার দিবাগত রাতে ফারুয়া ইউনিয়ন থেকে ব্যবসায়িক একটি দল সবজি বোঝাই চাঁন্দের গাড়ি নিয়ে উপজেলা সদরের দিকে আসছিল। পথে লতাপাহাড় এলাকায় হঠাৎ গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই লতা তঞ্চঙ্গ্যা নামে এক নারীর মৃত্যু ও আহত হন চার জন।  

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফারুয়া ইউনিয়ন থেকে নৌকায় করে উপজেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।  

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে নিহত লতা তঞ্চঙ্গ্যার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। আহতরা বর্তমানে উপজেলা সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।